Search
Close this search box.
Search
Close this search box.

lbwজিম্বাবোয়ের উচ্চপর্যায়ের এক ক্লাব ক্রিকেট। যেখান থেকে খেলে উঠে এসেছেন হিথ স্ট্রিক, হেনরি ওলোঙ্গা, পল স্ট্র্যাংয়ের মতো আন্তর্জাতিক মানের ক্রিকেটার। সেই ক্লাব ক্রিকেটে বেশ কয়েক বছর ধরে চলছে এক অদ্ভুত নিয়মের ক্রিকেট। বাইশ গজ থেকে ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরানোর গুরুত্বপূর্ণ পন্থা এলবিডব্লু বা লেগ বিফোর উইকেটের কোনো নিয়ম নেই। ফলে ব্যাটসম্যান যেকোনোভাবে বলকে উইকেটে যাওয়া থেকে রুখতে পারে। কিন্তু কেন এই নিয়ম?

টুর্নামেন্টের আয়োজকরা বলছেন, এলবি আউট নিয়ে এত বিতর্ক হয় যে ওটা তুলে দেয়াই ভালো বলে তারা মনে করেন। একবার এলবি আউট নিয়ে বিতর্কের জেরে মাঠে চরম বিশৃঙ্খলা হয়। এরপরেই সাত বছর আগে জনপ্রিয় এই ক্লাব ক্রিকেটে উঠে যায় এলবি-র নিয়ম। ব্যাটসম্যানরা এখন বেজায় খুশি। আম্পায়ারদেরও কাজটা সহজ হয়ে গেছে। জ্বালা শুধু বোলারদের। ব্যাটসম্যানদের পা দুটো এখন ওদের কাছে চিনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। অবশ্য জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ড খুব তাড়াতাড়ি এলবি আউট ফিরিয়ে আনার জন্য আয়োজকদের জানিয়েছেন। (সৌজন্যঃ নয়াদিগন্ত)

chardike-ad