Search
Close this search box.
Search
Close this search box.

Rubel-facebookরুবেল হোসেন, আমাদের ক্রিকেটার। যার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক আইডি রয়েছে। তবে আসল রুবেলকে খুঁজে পেতে সম্প্রতি জটিলতার অবসান করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকে ‘স্বীকৃতি’ দিয়েছে আসল রুবেলকে। অর্থাৎ তার আসল পেজকে ভেরিফাইড করেছে ফেসবুক। ফলে এখন থেকে আর রুবেলকে খুঁজে পেতে বিড়ম্বনায় পড়তে হবে না ভক্তদের।

এ ব্যাপারে রুবেল লিখেছেন, ‘আমার এই একটা পেজ ছাড়া আর কোন পেইজ নাই। প্রিয় বন্ধুরা আপনারা আমার নামে বাকি যে সকল পেজ আছে রিপোর্ট করবেন আর আমার জন্যে দোয়া করবেন।’

chardike-ad

সকলকে ধন্যবাদ জানাতেও ভুলেননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই অন্যতম ক্রিকেটার।