Search
Close this search box.
Search
Close this search box.

pakistanপ্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও পাকিস্তান নারী ক্রিকেট দলের কাছে ৩৪ রানে হারলো সালমা-জাহানারারা। আর এ হারে দুই ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে ২-০ ব্যবধানে সিরিজ হারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সিরিজে সমতায় ফিরতে পাকিস্তান নারী ক্রিকেট দলের দেওয়া ১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই আয়েশা রহমানের উইকেট হারিয়ে চাপে পরে সফরকারীরা। এরপর দ্রুত শারমিন (৪), ফারগানা (৬) ও সালমা (১০) রান করে বিদায় নিলে চাপে পড়ে সফরকারীরা। এরপর আর কোন ব্যাটসম্যান বলার মত রান না পেলে ৩৪ রানের হার নিয়ে মাঠ ছাড়ে সালমারা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৭ রান আসে রুমানার ব্যাট থেকে।

chardike-ad

এর আগে বৃহস্পতিবার করাচির সাউথ এন্ড ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন বিসমাহ মারুফ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে মারিনা ইকবালের ব্যাট থেকে।

বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নেন নাহিদা আক্তার। এ ছাড়া সালমা খাতুন ও লতা মণ্ডল নেন একটি করে উইকেট।