Search
Close this search box.
Search
Close this search box.

sakaমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যু পরোয়ানার কপি গাজীপুরের কাশিমপুরস্থ কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে ট্রাইব্যুনালের কয়েকজন কর্মকর্তা রায়ের কপি নিয়ে কারাগারে প্রবেশ করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, রায়ের কপি কারাগারে এসে পৌঁছেছে। আনুষ্ঠানিকতা শেষে কিছুক্ষণের মধ্যে জেল কোড ও আইসিটি অ্যাক্ট অনুয়ায়ী তাকে এ রায় পড়ে শোনানো হবে।

chardike-ad

সূত্র জানায়, ২০১২ সালের ২৩ অক্টোবর সাকা চৌধুরীকে কাশিমপুর কারাগারে আনা হয়। এর আগে তিনি ২০০৯ সাল থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দি ছিলেন। ফাঁসির দণ্ডাদেশের পর কয়েদির পোশাকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১ এর কনডেম সেলে রয়েছেন।