Search
Close this search box.
Search
Close this search box.

Minaসৌদি কর্তৃপক্ষ এবারের হজে মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় নিহত ৭৬৯ জন হাজির জাতীয়তার পরিচয় আলাদাভাবে এখন পর্যন্ত সম্পূর্ণ প্রকাশ করেনি। তবে বিভিন্ন দেশ মিনায় নিহত তাদের নাগরিকদের তালিকা প্রকাশ করেছে। খবর এএফপি’র।

সেখানে পদপিষ্টের ঘটনায় এখনো পর্যন্ত বিদেশি কর্মকর্তাদের দেয়া এবং সংবাদমাধ্যমে প্রকাশিত নিহতদের তালিকা এখানে দেয়া হলো-

chardike-ad

ইরান : নিহত ২৩৯, নিখোঁজ ২৪১
মিসর : নিহত ৭৫, নিখোঁজ ৯৪
নাইজেরিয়া : নিহত ৬৪, নিখোঁজ ২৪৪
ইন্দোনেশিয়া : নিহত ৫৭, নিখোঁজ ৭৮
মালি : নিহত ৬০
ভারত : নিহত ৪৫
পাকিস্তান : নিহত ৪০, নিখোঁজ ৬০ জনের বেশি
নাইজার : নিহত ২২
ক্যামেরুন : নিহত কমপক্ষে ২০
আইভরিকোস্ট : নিহত ১৪, নিখোঁজ ৭৭
শাদ : নিহত ১১
আলজেরিয়া : নিহত ১১
সোমালিয়া : নিহত ৮ (সংবাদ মাধ্যমের খবর)
সেনেগাল: নিহত ১০
মরক্কো : নিহত ১০, নিখোঁজ ২৯
লিবিয়া : নিহত ৪, নিখোঁজ ১৬ জন
তাঞ্জানিয়া : নিহত ৪
কেনিয়া : নিহত ৩
তিউনিশিয়া : নিহত ২
বুরকিনাফাসো : নিহত ১
বুরুন্ডি : নিহত ১
নেদারল্যান্ড : নিহত ১
বেনিন : নিহত অনির্দিষ্ট সংখ্যক।