মিনা দুর্ঘটনাকে কেন্দ্র করে ৪১ জন বাংলাদেশী হাজির লাশ পেয়েছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। এছাড়া আহত ৬১ জন হাজি মক্কা ও জেদ্দার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ কথা জানিয়ে বলা হয়েছে, ৪১টি লাশের মধ্যে ১৮ জন হাজির পরিচয় পাওয়া গেছে, ১২ জনের নাম পাওয়া গেছে এবং ১১ জনের নাম-পরিচয় পাওয়া যায়নি। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও মক্কার হজ মিশন লাশ পাওয়া যাওয়া নিহত হাজিদের নাম-পরিচয় জানার চেষ্টা করছে। অজ্ঞাত পরিচয় লাশগুলো সনাক্ত করার জন্য নিখোঁজ হাজিদের আত্মীয়-স্বজন, হজের সহযাত্রী ও হজ এজেন্টদের মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ মিশনে ( রুম : ১০৭, ফোন : ০০৯৬৬-(০) ১২৫৪১৩৯৮০, ই-মেইল : missionhajj@gmail.com) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
হাজিদের ডাটাবেস থেকে ফিঙ্গারপ্রিন্টের রেকর্ড সংগ্রহ করে সৌদি কর্তৃপক্ষ অজ্ঞাত পরিচয় লাশগুলোর নাম-ঠিকানা নিশ্চিত করার চেষ্টা করছে। আহত বাংলাদেশী হাজিদের চিকিৎসা নিশ্চিত করার জন্য হাসপাতালগুলোর সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ কনস্যুলেট ও হজ মিশন।