Search
Close this search box.
Search
Close this search box.

sagolবাংলাদেশের একটি ছাগলকে ইতিহাসের সাক্ষী বানালো ক্রিকেট সংস্থা আইসিসি। আইসিসির ওয়েব সাইটে তোলপাড় সৃষ্টি করেছে বাংলাদেশের এই ছাগলটি। ক্রিকেটার হওয়াই কি ছাগলটির লক্ষ্য?

আইসিসি যেন এমনটাই মনে করে তাদের ফেসবুক পেজে প্রকাশ করে একটি ছবি ও প্রতিবেদন। ক্রিকেটের প্রতি ছাগলের আগ্রহ ও ভালবাসার চিত্র খোঁজা হয়েছে এখানে। আইসিসি প্রতিদিনের একটি সেরা ছবি পোষ্ট করে তাদের ফেসবুক পেইজে।

chardike-ad

বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটপ্রেমীদের চিত্র-বিচিত্র ও পাগলামির নানা গল্প ফুঁটে ওঠে এখানে। এর আগেও বাংলাদেশের বেশ কিছু বিরল ছবি পোষ্ট করা হয় এখানে।

এবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের পাশের একটি ক্রিকেট মাঠে শিশু কিশোরদের খেলার সময় মাঠে প্রবেশ করা একটি ছাগল ক্যামেরাবন্ধি হয় আইসিসি প্রতিনিধিদের।

এটাই বুধবারের সেরা ছবি হিসাবে স্বীকৃতি পায়। বাংলাদেশের সাদা বর্ণের এই ছাগলটিকে নিয়ে হাজারো মন্তব্য বিশ্বের ক্রিকেটপ্রেমীদের। ভাইরালের মত নেট ভূবনে ছড়িয়ে পড়ছে এই ছবিটি।

এরকম আরো কিছু নিউজঃ


## রোজা রেখে ক্রিকেট খেলেন যে ৫ ক্রিকেটার

## বিশ্বকাপ খেলা ক্রিকেটার এখন ক্ষেত মজুর!

## যে তিন ক্রিকেটার কুরআনের হাফেজ

## আসছে দৈত্যাকৃতির ক্রিকেটার

## ক্রিকেট ইতিহাসে অলস ৫ ক্রিকেটার