ভারতীয় ক্রিকেট বোর্ডের সদ্য প্রয়াত সভাপতি, বাংলাদেশ ক্রিকেটের অকৃত্রিম বন্ধু জগমোহন ডালমিয়ার চক্ষুদ্বয় তাঁর ইচ্ছানুযায়ী মরণোত্তর দান করা হয়েছে। কলকাতাভিত্তিক সুশ্রুত আই ফাউন্ডেশন ও রিসার্চ সেন্টারের অঙ্গ সংগঠন ভানমুক্ত আই ব্যাংকে এই চক্ষুদান করা হয়েছে। বিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
প্রসঙ্গত, জনাব ডালমিয়া কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে অন্ধত্ব দূরীকরণের একটি সামাজিক উদ্যোগের প্রধান উদ্যোক্তা ছিলেন। এই বিষয়ে তাঁর দুটো স্লোগান ‘মৃত্যুর পরও জীবনের জন্য ক্রিকেট’ এবং ‘দ্বিতীয় ইনিংসের সম্ভাবনা’ সে সময় ব্যাপক সমাদৃত হয়েছিল।
আমৃত্যু ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধানের দায়িত্ব পালন করে যাওয়া বাঙালি এই ক্রিকেট সংগঠক রোববার সন্ধ্যায় কলকাতার বিরলা হার্ট রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ১৭ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আইসিসির প্রাক্তন এই সভাপতি।
সম্পর্কিতঃ জগমোহন ডালমিয়া আর নেই