সৌদি আরবের মক্কায় হাজিরা যাতায়াত কিংবা ভ্রমণের জন্য উট ব্যবহার করতে পারবেন না। মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রম (মার্স) ভাইরাসের কারণে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা জারি করেছে। সৌদি সংবাদমাধ্যম আরবনিউজ এক প্রতিবেদনে শনিবার এ তথ্য জানিয়েছে।
চিকিৎসকদের মতে, উট থেকে মার্স ভাইরাস মানবদেহে সংক্রমিত হয়। এর আগে চলতি মাসের শুরুতে হজে উট কোরবানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মার্স ভাইরাসে সৌদি আরবে ১ হাজার ২৪০ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৫২৪ জন মারা গেছেন, ৬৬৪ জন সুস্থ হয়েছেন এবং ৫২ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর হাজিরা বিশেষ করে যারা প্রথমবারের মতো হজে এসেছেন, তারা অনেক ঐতিহাসিক স্থানে ঘুরে আসতে চাইতে পারেন। তবে এসব স্থানে যাতায়াতের জন্য উট ব্যবহার কর যাবে না। এ ছাড়া যেসব স্থানে হাজিরা অবস্থান করছেন, সেসব স্থানে কোনো উটও প্রবেশ করতে পারবে না।