দক্ষিণ কোরিয়ার বৃহত্তম ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে যানবাহনের পার্কিং ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দেশটির ভূমি, অবকাঠামো ও পরিবহণ মন্ত্রণালয় থেকে বর্ধিত ভাড়ার অনুমোদন দেয়া হয়েছে।
মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, স্বল্প মেয়াদী পার্কিংয়ের দৈনিক খরচ ১২ হাজার উওন (১০ ইউএস ডলার) থেকে ১০০ ভাগ বাড়িয়ে ২৪ হাজার উওন (২০ ইউএস ডলার) করা হচ্ছে।
বিমানবন্দরে স্বল্পমেয়াদী পার্কিংয়ের লটগুলোতে বর্তমানে নিয়মিত কর্মদিবস ও ‘অফ সিজন’-এ দৈনিক ১২ হাজার ঊওন এবং ভরা মৌসুমে ১৪ উওন করে ভাড়া দিতে হয়। এসব পার্কিং লটে ৪ হাজার ৬ শ’রো বেশী গাড়ি একত্রে পার্ক করার ব্যবস্থা রয়েছে।
বর্ধিত ভাড়ায় ১৫ মিনিটের পার্কিংয়ের জন্য অফ সিজনে ৬০০ ও পিক সিজনে ৭০০ উওন গুণতে হবে। আর দীর্ঘমেয়াদী পার্কিংয়ের ক্ষেত্রে নিয়মিত কর্মদিবস ও ‘অফ সিজন’-এ দৈনিক ভাড়া ৮-১০ হাজার উওন থেকে বাড়িয়ে ৯-১২ হাজার উওন করা হবে।
বর্ধিত ভাড়া আগামী ১লা অক্টোবর থেকে কার্যকর হবে।