Search
Close this search box.
Search
Close this search box.

meatজৈন উৎসবের কারণে আগামী আটদিনের জন্য মুম্বই শহরে মাংস বিক্রি নিষিদ্ধ করেছে সেখানকার প্রশাসন। মঙ্গলবার স্থানীয় প্রশাসন মাংস বিক্রিতাদের এ নির্দেশ দেন। তবে ৮ দিন পর যথারীতি পূর্বের নিয়মে মাংস বিক্রি করা যাবে।

এর আগেও অন্ধ্রপ্রদেশে গরুর মাংস নিষিদ্ধ করেছিল সেদেশের সরকার। কিন্ত, এবার টানা আট দিনের জন্য সবধরনের মাংস বিক্রিই বন্ধ থাকবে থানের মীরা রোড এবং ভায়ান্দারায়।

chardike-ad

প্রসঙ্গত, গত বছর দুদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল মাংস বিক্রি। তবে ৮ দিনের সিদ্ধান্তে ক্ষুব্ধ মাংস বিক্রেতারা। তাদের দাবি, এতদিনের জন্য যদি মাংস বিক্রি বন্ধ থাকে তাহলে খাওয়া হবে কি? বাচ্চাদের কি খাওয়ানো হবে!

এ প্রসঙ্গে মেয়র গীতা জৈন বলেছেন, প্রাথমিকভাবে ১৮ দিন মাংস বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু যেহেতু ঈদ আসন্ন, তাই ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মুম্বাইয়ে বসবাসকারী ৮.৫ লক্ষ মানুষের মধ্যে ১.২৫ লক্ষ মানুষই জৈন। আর সংখ্যাগরিষ্ঠ এই মানুষদের জন্য ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র।