Search
Close this search box.
Search
Close this search box.

salmanসৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ এক হাজার ফিলিস্তিনি মুসলমানের জন্য হজের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। সরকারের পক্ষ থেকে এদের হজের যাবতীয় খরচ বহন করা হবে।

সৌদি আরবের ধর্মবিষয়ক মন্ত্রী শেখ সালেহ বিন আব্দুল আজিজ আল শেখ এক বিবৃতিতে একথা জানিয়েছেন। তিনি বলেন, বাদশা সালমান বিন আব্দুল আজিজের বিশেষ নির্দেশনায় সরকারি খরচে এক হাজার ফিলিস্তিনির হজের ব্যবস্থা করা হচ্ছে।

chardike-ad

এ সময় তিনি বলেন, মজলুম ফিলিস্তিনবাসী সৌদি সরকার ও জনগণের সব ধরনের সহযোগিতা পাওয়ার হকদার। মন্ত্রী বলেন, সরকারের এই পদক্ষেপ থেকেই বোঝা যায় পবিত্র দুই মসজিদের (মসজিদে হারাম ও মসজিদে নববী) খাদেমের (বাদশা সালমান) অন্তরে মজলুম ফিলিস্তিনিদের জন্য কী পরিমাণ ভালোবাসা ও মহব্বত রয়েছে।