যুক্তরাষ্ট্রের নিউ জার্সি। মাউন্ট লরিয়েলের ফানপ্লেক্স অ্যামিউজমেন্ট সেন্টার। আর সেখানেই দেখা মিললো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের দায়ে বর্তমানে নিষিদ্ধ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে।
আর সেখানে গিয়েই যেন নিজের ক্রিকেটার পরিচয়টা পাল্টেই ফেললেন এই ক্রিকেটার। গো-কার্টিংয়ে রেসে অংশ নিতে দেখা গেল তাকে। সাথে ছিলেন আরেক ক্রিকেটার ইলিয়াস সানি। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ছবিতে অন্তত এটা স্পষ্ট যে সময়টা বেশ ভালই কাটছে তাদের।
জানিয়ে রাখা ভাল, অপেশাদার ক্রিকেট খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল এখন আমেরিকাতে অবস্থান করছেন। আর আগামী ডিসেম্বরে আবারও ক্রিকেটে ফিরে আসার জন্য পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি।