Search
Close this search box.
Search
Close this search box.

journalistযুক্তরাষ্ট্রে সরাসরি সম্প্রচারকালে গুলিতে নিহত দু’সাংবাদিক
যুক্তরাষ্ট্রে একটি টেলিভিশনের সরাসরি সম্প্রচারকালে দু’জন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।
ভার্জিনিয়ায় টেলিভিশন চ্যানেল সিবিএস-এর জন্য সরাসরি সাক্ষাতকার নিচ্ছিলেন সাংবাদিক অ্যালিসন পারকার। তখন ক্যামেরায় ছিলেন এডাম ওয়ার্ড।

টেলিভিশন ফুটেজে গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান ক্যামরাম্যান ওয়ার্ড। এরপরই গুলির শিকার হন সাংবাদিক অ্যালিসন পারকার।

chardike-ad

এ দু’সাংবাদিক দম্পতি। তারা ডব্লিউডিবিজে নামের একটি প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন। ওই প্রতিষ্ঠানটি সিবিএসের সঙ্গে সম্পৃক্ত।

ডব্লিউডিবিজের স্টেশন ম্যানেজার জেফ্রে মার্কস বলেছেন, তারা দু’জনেই নিহত হয়েছেন। তিনি বলেন, কি কারণে এ ঘটনা ঘটেছে তা তারা জানেন না। এ ঘটনায় দায়ী কে অথবা ঘাতক কে বা কারা তাও আমরা জানি না।

লাইভ সেই ভিডিও

 مسدسه بيد وبالأخرى يحمل الكاميرا.. صحفي يقتل زميلين سابقين له وينشر فيديو الجريمة قبل أن ينتحر | تقرير: ناصر الحسيني

Posted by ‎Al Jazeera Channel – قناة الجزيرة الفضائية‎ on Wednesday, 26 August 2015