Search
Close this search box.
Search
Close this search box.

soudi-atm-boothসিরিয়ায় যুদ্ধের কারণে দেশটির লাখ লাখ নাগরিক পার্শ্ববর্তী বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে। অনেকে আশ্রয় নিয়েছে সৌদি আরবে।

সম্প্রতি সৌদি আরবে সিরিয়ান নাগরিকদের মাঝে একটি খবর ছড়িয়ে পড়ে যে, সৌদি সরকার সিরিয়ানদের নাগরিকত্ব প্রদান করবে। সৌদি আরবে আশ্রয় নেওয়া সিরিয়ানদের নাম রেজিস্ট্রেশন করা হচ্ছে। সৌদি নাগরিকত্ব পেতে ২৫০০ রিয়াল (প্রায় ৫০হাজার টাকা) দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

chardike-ad

এ গুজব ছড়িয়ে পড়লে সৌদি আরবে এটিএম বুথে সিরিয়ানদের দীর্ঘ লাইন শুরু হয়ে যায়।

তবে সৌদি পূর্বাঞ্চল পাসপোর্ট অধিদপ্তর থেকে জানানো হয়, এটি গুজব। প্রথমে এই গুজব ওঠে জেদ্দায়, এরপর দাম্মামে।

পাসপোর্ট অধিদপ্তর থেকে ঘোষণা করা হয়, কোনো সিরিয়ান শরণার্থীকে রেজিস্ট্রেশন করা হচ্ছে না। সিরিয়ানদের নাগরিকত্ব দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।

যারা নাগরিত্ব পেতে রেজিস্ট্রেশনের জন্য এটিএম বুথের মাধ্যমে অর্থ জমা করেছিল, তাদের সেই অর্থ ২৪ ঘণ্টা পর ফেরত দেওয়া হয়।