Search
Close this search box.
Search
Close this search box.

hajjসৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মাদ আমবার আলী (৫২) নামের এক বাংলাদেশী হজযাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে মদিনার কোরবান রোডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আমবার আলী দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার তালপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তার পাসপোর্ট নম্বর-BE0246159 এবং হজ আইডি নম্বর-৯৯৬২৮৮৩।

chardike-ad

জানা গেছে, বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়তে মসজিদে নববীতে যাওয়ার পথে গাড়িচাপায় প্রাণ হারান আমবার আলী। বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। লাশ মদিনার মিকাত হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

এর আগে লিয়াকত আলি নামে আরো একজন হজযাত্রী মারা যান। যার পাসপোর্ট নম্বর ছিল-BF0258520। এ নিয়ে চলতি বছর বাংলাদেশী দুইজন হজযাত্রী মারা গেলেন। সৌদিতে অবস্থিত বাংলাদেশী হজ মিশনের কর্মকর্তা মঈনউদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।