Prisoner-in-jail-cell-prison
ছবি: প্রতিকী

সৌদি আরবে অনৈতিক কর্মকাণ্ডের  ফলে ১০ তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। রোববার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, মক্কা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে মাক অঞ্চলে অনৈতিক কর্মকাণ্ডের কারণে একটি পার্টি থেকে ১০ তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। দেশটির এক গোয়েন্দা দল অভিযান চালিয়ে আপত্তিকর অবস্থায় এই ১০ তরুণ-তরুণীকে আটক করে।

chardike-ad

প্রতিবেদনে আরও জানানো হয়,  আটকের সময় পার্টিতে থাকা আরও অনেকে পালিয়ে যায়। পরবর্তীতে তাদেরকে নিরাপত্তাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানকারী দলটি মাদকদ্রব্যসহ আরও দুই ব্যক্তিকে আটক করেছে।  এ বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।