মানুষের প্রথম আশ্রয় মা। ৯ মাসের বেশি সময় মায়ের গর্ভেই থাকে শিশু; পৃথিবীর আলোতে আসার পরও তার নিরাপদ আশ্রয় মা। সন্তানকে কখনও কোলে; কখনও বুকে; আবার কখনও মাথায় তুলে রাখেন তিনি। সন্তানের প্রয়োজনে নিজের প্রাণ দিতেও পিছপা হন না মা। চেষ্টা থাকে ধ্বংসলীলার মাঝেও নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষার।
সম্প্রতি এমন এক মায়ের সন্ধান মিলেছে চীনের পম্পেই নগরীতে। ৪০০০ বছর আগের ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন তিনি। আর শেষ মুহূর্তেও সন্তানকে আগলে রেখে বাঁচানোর চেষ্টা ছিল তার।(ডেইলিমেইল)