প্রথম ইনিংসে ১৩৬ রানে অলআউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে অস্ট্রেলিয়া। ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। দিন শেষে ২৩ রানের লিড নিয়েছে অসিরা।
ক্রিজে রয়েছেন পিটার নেভিল (৩৭) ও মিচেল স্টার্ক (৭)। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রানে অপরাজিত আছেন নেভিল। তৃতীয় সর্বোচ্চ ১৪ রান করে আউট হয়েছেন মিচেল জনসন। বাকিদের কেউ-ই দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পারেননি।
অস্ট্রেলিয়ার ৭টি উইকেটের ৫টিই নিয়েছেন স্টিফেন ফিন। অপর দুটি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ও স্টুয়ার্ড ব্রড।
তার আগে ৩ উইকেটে ১৩৩ রান দিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামে ইংল্যান্ড। এ দিন বাকি ৭টি উইকেট হারিয়ে তারা ১৪৮ রান যোগ করতে পারে। ফলে ৬৭.১ ওভারে ২৮১ রান তুলেই অলআউট হয়ে যায় ইংলিশরা। ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৬৩ রান করেন জো রুট। মঈন আলী করেন ৫৯ রান ও ৫৩ রান করেন ইয়ান বেল। বল হাতে অস্ট্রেলিয়ার জস হ্যাজলউড ও নাথান লায়ন ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও মিচেল জনসন।