pakistanওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও লিড নিয়েছে পাকিস্তান। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার ২৯ রানে শ্রীলঙ্কাকে হারিয়েছে সফরকারীরা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে। জবাবে  ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা।

chardike-ad

পাকিস্তানের এমন জয়ে ব্যাট হাতে অবদান রাখেন আহমেদ শেহজাদ (৪৬), শোয়েব মালিক (৪৬*) ও উমর আকমল (৪৬)। আর বল হাতে অবদান রাখেন সোহেল তানভীর ও আনোয়ার আলী। সোহেল তানভীর নিয়েছেন ৩ উইকেট। আনোয়ার আলী নিয়েছেন ২টি। এ ছাড়া ইমাদ ওয়াসিম ও শোয়েব মালিক ১টি করে উইকেট নেন।

এদিকে শ্রীলঙ্কার বোলারদের মধ্যে থিসারা পেরেরা ২টি উইকেট নেন। আর ব্যাট হাতে শ্রীলঙ্কার মিলিন্দা শ্রীবর্ধনে ১৮ বলে ৩৫, চামারা কাপুগেদারা ১৬ বলে ৩১, ধনঞ্জয় ডি সিলভা ৩২ বলে ৩১ রান করেন।

৪ ওভার বল করে ২৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন সোহেল তানভীর।