windows-10অনেক প্রতীক্ষার পর সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এখন ব্যবহারকারীদের ডাউনলোডের জন্য উন্মুক্ত।

উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮.১-এর ব্যবহারকারীরা বিনামূল্যে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে আপগ্রেডের সুবিধা পাবেন। তবে উইন্ডোজ ৭ সংস্করণটি হতে হবে অরিজিনাল। আর উইন্ডোজ ৮-এর ব্যবহারকারীরাও বিনামূল্যে ১০-এর আপগ্রেড সুবিধা নিতে পারবেন। তবে এজন্য প্রথমে ৮.১-এ আপগ্রেড হতে হবে।

chardike-ad

এ প্রতিবেদনে কিভাবে নতুন রূপের ও অনেক ফিচারের এ সংস্করণ ডাউনলোড করতে পারবেন তা তুলে ধরা হলোঃ

খুব সহজ দুইটি পদ্ধতিতে অপারেটিং সিস্টেমটি ডাউনলোড ও ইন্সটল করতে পারবেন ব্যবহারকারীরা।

কম্পিউটারের স্টার্ট বাটন থেকে রিজার্ভ ইয়োর ফ্রি আপগ্রেড ফিচারে ক্লিক করলে একটি পেইজ আসবে। এখানে ব্যবহারকারীর মাইক্রোসফটের ইমেইল অ্যাকাউন্ট চাওয়া হবে।

ফিরাতে মেইলে ভেরিফাই করা হবে। এ  প্রক্রিয়া শেষ হলে উইন্ডোজ আপডেট শুরু হবে। আপডেট শেষ হলে নোটিফিকেশন দেওয়া হবে ব্যবহারকারীকে। ওই নোটিফেকেশনে ক্লিক করে ইনস্টল শুরু করতে হবে।

ব্যবহারকারীদের ইন্টারনেট সংযোগের উপর নির্ভর করবে ৩ গিগাবাইট  সাইজের অপারেটিং সিস্টেম ইন্সটল হতে কত সময় লাগবে।

অন্যদিকে চাইলে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে উইন্ডোজ ১০-এর টুলস ফাইলটি ডাউনলোড করে ইন্সটল করা যেতে পারে।

এজন্য প্রথমে এ ঠিকানায় যেতে হবে। যেখানে ৩২ ও ৬৪ বিট সংস্করণের টুলটি ডাউনলোড করে ইন্সটল করে সহজেই আপডেট দেয়া যাবে উইন্ডোজ ১০। (টেকশহর)