ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রখ্যাত বিজ্ঞানী এ পি জে আবদুল কালাম সোমবার মারা গেছেন। ভারতের শিলংয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে মারা যান তিনি। ‘পিপলস অব প্রেসিডেন্ট বা মিসাইলম্যান’ খ্যাত এ মহান ব্যক্তি চোখের আড়াল হলেও সারা জীবন মানুষের মণিকোঠায় জ্বল জ্বল করে জ্বলবেন তিনি। তার কর্ম ও অনুপ্রেরণাদায়ক জগৎবিখ্যত সব উক্তি মানুষকে সারাজীবন সফল হতে সাহায্য করবে। নিম্নে তার বিখ্যাত কিছু উক্তি তুলে ধরা হলো-
১। আপনার স্বপ্ন সত্যি করার আগে স্বপ্ন দেখতে হবে। ওটা স্বপ্ন নয় যেটা আপনি ঘুমিয়ে দেখেন, স্বপ্ন তা-ই যা আপনাকে ঘুমোতে দেয় না।
২। শ্রেষ্ঠত্ব একটি অবিরাম প্রক্রিয়া। এটা কোনো দুর্ঘটনা নয়।
৩। প্রথম বিজয়ের পর বসে থাকবেন না। কারণ দ্বিতীয়বার যখন আপনি ব্যর্থ হবেন তখন অনেকেই বলবেন প্রথমটিতে শুধুমাত্র ভাগ্যের জোরে সফল হয়েছিলেন তিনি।
৪। একটি দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় ও দেশের সব মানুষকে যদি সুন্দর মনের করে গড়ে তুলতে হয় তাহলে আমি মনে করি সমাজের তিন ধরনের মানুষ সে কাজটি করতে পারেন। তারা হলেন- একজন বাবা, একজন মা এবং একজন শিক্ষক।
৫। সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে। কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে।
৬। বৃষ্টির সময় প্রত্যেক পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে। কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়।
৭। কেউ তার ভবিষ্যৎ বদলাতে পারে না, তবে অভ্যাস বদলাতে পারে। আর অবশ্যই অভ্যাস ভবিষ্যৎ বদলে দিতে পারে।
৮। আমি সুদর্শন ব্যক্তি নই। কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সাহায্য প্রয়োজন। সৌন্দর্য মানুষের হৃদয়ে থাকে, মুখে বা বাইরে নয়।
৯। কাউকে হারিয়ে দেয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারোর মন জয় করা।
১০। ছাত্রদের মাঝে অনুসন্ধান, সৃজনশীলতা, উদ্যোক্তা এবং নৈতিক নেতৃত্বের সক্ষমতা তৈরি করা উচিত শিক্ষাবিদদের।
তথ্যসূত্র : এনডিটিভি।
এরকম আরো কিছু নিউজঃ
## ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালাম আর নেই
## ইসলামের দৃষ্টিতে শিশুর যেসব নাম রাখা হারাম