চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসের চতুর্থ দিনের খেলা বৃষ্টির কারণে বিঘ্নিত হচ্ছে। খেলা মাঠে গড়াবে কি না তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। শেষ খবর পাওয়া (৯টা ৫০ মিনিট) পর্যন্ত চট্টগ্রামে ভারি বৃষ্টি হতে দেখা গেছে।
এদিকে, খেলার তৃতীয় দিন বোলারদের পর ব্যাটসম্যানদের দৃঢ়তায় সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে আলো স্বল্পতার কারণে নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয় চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা। দিন শেষে স্বাগতিকদের চেয়ে ১৭ রানে পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
আলো স্বল্পতা এবং বৃষ্টি বাঁধার আগে কোনো উইকেট না হারিয়ে প্রোটিয়ারা ৬১ রান সংগ্রহ করে। বাংলাদেশের কোনো বোলারই প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে প্রভাব বিস্তার করতে পারেননি। স্টিয়ান ভ্যান জিল ৩১ এবং ডিন এলগার ২৮ রানে অপরাজিত রয়েছেন।