Search
Close this search box.
Search
Close this search box.

Goldবর্তমানে স্বর্ণের দাম সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। আন্তর্জাতিক বাজারে গত পাঁচ বছরের মধ্যে স্বর্ণের দাম এত নিম্নে কখনও নেমে আসেনি । এর ফলে চরম আতঙ্কিত হয়ে পড়েছেন এ খাতে বিনিয়োগকারীরা ।

এশিয়ার বাজারে প্রতি আউন্স (২৮.৩৫ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৮৮ দশমিক শূন্য ৫ ডলারে নেমে এসেছে, যা ২০১০ সালের মার্চের পর সর্বনিম্ন দাম। ২০১০ সালের ২৬ মার্চের পর গতকাল সোমবারই প্রথমবারের মতো মূল্যবান এ ধাতুর দাম আউন্সপ্রতি ১ হাজার ১০০ ডলারের নিচে নেমে এসেছে।

chardike-ad

মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে স্বর্ণের দাম সর্বনিম্ন স্তরে নেমে আসার সাতটি কারণ তুলে ধরা হয়েছে। কারণ সাতটি হলো:

১। স্বর্ণ আমদানি লাগাম টেনে ধরা : স্বর্ণ আমদানি ঠেকাতে সরকার এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। কেননা এ সেক্টরে বিনিয়োগে এখন অনেকেই এগিয়ে আসছেন।

২। স্বর্ণের সর্বাধিক ভোক্তা ভারতে : ২০১৪ সালে ভারতে স্বর্ণের ভোক্তা ছিল সবচেয়ে বেশি। যদিও ২০১৫ সালের শুরুর দিকে স্বর্ণের ভোক্তা সবচেয়ে বেশি ছিল চীনে। এর পরেই ভারতের অবস্থান। স্বর্ণ ব্যবসায়ীরা স্বর্ণের বাজারে দাম কমে আসার পেছনে এর একটি বড় প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন।

৩। উদ্বেগ তৈরি করেছে বর্ষা : ভারতে স্বর্ণের চাহিদার দুই তৃতীয়াংশ আসে দেশটির কৃষক শেণির কাছে থেকে। আর বর্ষায় এদের অনেকেই কর্মহীন হয়ে পড়েন। এছাড়া এই কৃষকদের অনেকেই ব্যাংকিং ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট নয়।

৪। চীনের বাজারে স্বর্ণের বিক্রি বৃদ্ধি : গতকাল বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার সাথে দেশটিতে এর বিক্রির পরিমাণ ব্যাপক বৃদ্ধি পায়। দেশটির সাংহাই শুধু মার্কেটেই ৩৩ টন স্বর্ণ বিক্রি হয়েছে।

৫। মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি : মার্কিন ডলারের মূল্য বৃদ্ধিও স্বর্ণের দাম কমে আসার অন্যতম একটি কারণ। গত তিন মাসের মধ্যে ডলার সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে। ফলে এর একটি ধাক্কা স্বর্ণের বাজারে পড়েছে। তবে এ অবস্থা খুব শিগগিরই কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন মুম্বাই জুয়েলারি ফেডারেশনের সভপতি রাকেশ শেঠি।

৬। মার্কিন সুদের হার বৃদ্ধি নিয়ে উদ্বেগ : গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ এর চেয়ারম্যান জেনেট ইলেন বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতির পরিধি বাড়ানোর জন্য দেশটিতে সুদের হার বাড়ানো হতে পারে। তার এই বক্তব্যের পর ডলারে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যায়। যার কারণে স্বর্ণের বাজারে এর প্রভাব তীব্র হয়েছে।

৭। আন্তর্জাতিক পণ্য বাজারে অনিশ্চয়তা : গ্রিসের ঋণসংকট এবং ইরানের বহুল আলোচিত পরমাণু চুক্তি আন্তর্জাতিক পণ্য বাজারে একটি অনিশ্চয়তা তৈরি করেছে । ফলে স্বর্ণের বাজারও এর বাইরে যেতে পারেনি।(প্রতিক্ষণ)

এরকম আরো কিছু নিউজঃ


## স্বর্ণের দাম ৫ বছরে সর্বনিম্ন

## স্বর্ণের বিচিত্র যত ব্যাবহার!

## স্বর্ণের বাইসাইকেল

## স্বর্ণের দাম আরো কমেছে

## বিশ্বের শীর্ষ ১০ স্বর্ণ খনি