Search
Close this search box.
Search
Close this search box.

dainyএকবিংশ শতাব্দীতেও কুসংস্কারের অজুহাতে নৃশংস ঘটনা ঘটছে। ডাইনি অপবাদে মর্মান্তিকভাবে খুন করা হল একই পরিবারের ছয় সদস্যকে। এক মহিলা ও চার শিশু সহ ছ’জনকে খুন করা হল। পুলিশ এসে দেখল রক্তে ভেসে যাচ্ছে ছ’টি নিথর দেহ। নিঃশব্দে প্রত্যক্ষ করল গ্রামের মানুষ।

ভরতের ওড়িশার কেওনঝড়ের মুন্ডা সাহি গ্রামের ঘটনা ৷ সোমবার দুপুরে তাদের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ ওই পরিবারের অন্য দুই সদস্যও গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, ওই পরিবারের বিরুদ্ধে কালা জাদু করার অভিযোগও রয়েছে। একাধিক লোক তাদের উপর চড়াও হয়ে তাদের মারধর করে।

chardike-ad

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আদিবাসী ওই পরিবারটিকে নিশানা করেছিল গ্রামবাসীরা। কারণ তাঁদের সন্দেহ ছিল ওই পরিবার কালা জাদু করে। যদিও গ্রামে পুলিশ ঢোকার পরেই গ্রামবাসী ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

বিশেষজ্ঞমহলের ধারনা, অন্য কোনও শত্রুতার জেরে কিংবা সম্পত্তির লোভে এই পরিবারকে নিশানা করা হয়েছিল।

সূত্র : কলকাতা ২৪