Search
Close this search box.
Search
Close this search box.
masrafee
ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারানোর উৎসবে বাড়তি রঙ ছড়াতে দেশবাসীর ঈদের ছুটি একদিন বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানালেন মাশরাফি বিন মুর্তজা। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই অনুরোধ করেন বাংলাদেশ অধিনায়ক।

সুরটা ধরিয়ে দিয়েছেন অবশ্য পুরস্কার বিতরণী অংশের উপস্থাপক শামীম আশরাফ চৌধুরী। মাশরাফিকে আশরাফ বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো দারুণ ক্রিকেটামোদী ও ক্রিকেটের একাগ্র অনুসারী। এই জয়ের আনন্দে দেশবাসীর ঈদের ছুটি একদিন বাড়িয়ে দেওয়ার অনুরোধ করবেন?”

chardike-ad

মাশরাফি উত্তর দেওয়া শুরু করেছিলেন ইংরেজিতেই, বললেন, “মে বি।” আশরাফ তখন আবারও বললেন, “সরাসরিই আবদার করে ফেলুন!” এক মুখ হাসিতে মাশরাফি তখন বললেন, “বাংলাতেই বলি তাহলে। আমাদের সবাইকে বাড়তি একদিন ছুটি দিন প্লিজ, মাননীয় প্রধানমন্ত্রী!”