mushfiqবর্তমানে টেস্ট দলের অধিনায়ক। এর আগে ছিলেন ওয়ানডেতেও। তবে সবকিছু ছাপিয়ে তিনি ‘মিস্টার ডিপেন্ডেবল’। তাই ভক্ত বিড়ম্বনায় পড়বেন মুশফিকুর রহিম এ আর এমন কি! কিন্তু সেই ভক্ত যদি হয় শিশু পর্যায়ের, তখন বিড়ম্বনা নয় বরং উপভোগটাই বেশি করেন তিনি।

রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আট উইকেটের জয় ছিনিয়ে নিয়ে দারুণভাবে সিরিজে ফিরেছে বাংলাদেশ দল। ফলে, ভক্তদের আগ্রহটাও একটু বেশিই ছিলো।

chardike-ad

এদিন ম্যাচ শেষে মুশফিক তাঁর ফেসবুক ফ্যানপেজে একটি ছবি পোস্ট করেন; যেখানে একটি বাচ্চার সঙ্গে তাকে হাস্যজ্জল অবস্থায় দেখা যায়। নিজেই জানিয়েছেন, এটি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের এক গ্রাউন্ডসম্যানের পুত্র।

মুশফিক লেখেন, ‘গ্রাউন্ডসম্যানের ছেলের সঙ্গে পোজ দিলাম ড্রেসিংরুমের মধ্যে। খুব ভালো লাগছে জয় পেয়ে, আলহামদুলিল্লাহ্‌।’