চার বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে খেলতে যাচ্ছে বাংলাদেশ। শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দুই দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়।
ওয়ানডের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওয়ানডেতে তাই ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা। বাংলাদেশের টি-টোয়েন্টির দল থেকে ওয়ানডে দলে পরিবর্তনও এসেছে। দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়। বাদ পড়েছেন রনি তালুকদার।
বাংলাদেশ যেহেতু স্পিনে দক্ষিণ আফ্রিকাকে আটকানোর পরিকল্পনা করছে, সেক্ষেত্রে টি-টোয়েন্টির মতো আজ ওয়ানডে একাদশেও দুজন পেসারকে দেখা যেতে পারে; অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে মুস্তাফিজুর রহমান। একাদশে ঢুকতে পারেন আরেকজন বাড়তি স্পিনার, জুবায়ের হোসেন। অর্থাৎ রুবেল হোসেনকে আরো অপেক্ষায় থাকতে হতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানী, জুবায়ের হোসেন/রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
সৌজন্যেঃ রাইজিংবিডি