শুরু হতে চলেছে পৃথিবী ধ্বংসের পালা! পৃথিবী থেকে চতুর্থ ক্ষুদ্রতম দেশ মুছে যাচ্ছে। আর এর জন্য একমাত্র দায়ী বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং৷ যার ফলে আবহাওয়ার পরিবর্তন৷ নিজের দেশকে বাঁচাতে তুভালুর প্রধানমন্ত্রী এনেল স্পোয়াগা ইউরোপের সাহায্য চেয়েছেন৷ তিনি সোমবার সকালেই ব্রাসেলসে পৌঁছিয়েছেন৷ আবহাওয়া পরিবর্তন নিয়ে ডিসেম্বর মাসে প্যারিসে জাতিসঙ্ঘের একটি বৈঠক রয়েছে৷ তার আগেই কিভাবে তুলাভাকে বাঁচানো যায় সে ব্যাপারে আলোচনা করতেই ইউরোপের নেতাদের সঙ্গে দেখা করতে ব্রাসেলসে গিয়েছেন এনেল স্পোয়াগা৷
পৃথিবীর চতুর্থ ক্ষুদ্রতম দেশ কয়েকটি ছোট দ্বীপ নিয়ে তৈরি৷ সেখানের দশ হাজার বাড়িকে সতর্কবার্তা দেওয়া হয়েছে৷ আবহাওয়া পরিবর্তনের ফলে বেড়ে যেতে পারে সমুদ্রের পানিস্তর৷ আর তাতেই হারিয়ে যেতে পারে দশ হাজার বাড়িসহ গোটা দেশ৷ সমুদ্রের জলস্তর তার সর্বাধিক উচ্চতায় পৌঁছে যেতে পারে৷
ইউরোপে এনেল স্পোয়াগা গ্রীন হাউস গ্যাসের নির্গমনকে কম করতে বলেছেন৷ খেয়াল রাখতে বলেছেন যাতে গ্লোবাল ওয়ার্মিং ১.৫ সেন্টিগ্রেটের কম থাকে৷ গ্লোবাল ওয়ার্মিংয়ের ওই মাত্রাকেই নিরাপদ বলে মনে করেন বৈজ্ঞানিকরা৷
তুলাভার প্রধানমন্ত্রী এনেল স্পোয়াগা দেশকে বাঁচানোর কথা বলতে গিয়ে বলেছেন পৃথিবীর সবাইকে একজোট হয়ে মোকাবেলা করতে হবে৷ কারণ পৃথিবীর একটি দেশ পানিতে ডুবে মুছে গেলেই পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন শেষ হয়ে যাবে না৷