দক্ষিণ কোরিয়ায় বর্তমানে বসবাসরত বিদেশীদের সংখ্যা ১৭ লক্ষ ৪০ হাজার যা দেশটির মোট জনসংখ্যার ৩.৪ শতাংশ। কোরিয়ার সরকার প্রশাসন ও স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় রবিবার এ তথ্য জানিয়েছে।
এ তালিকায় কোরিয়ার নাগরিকত্ব পাওয়া অভিবাসী ও বৈবাহিক সূত্রে নাগরিকদের পাশাপাশি কমপক্ষে ৯০ দিন কোরিয়ায় অবস্থান করছেন এমন বিদেশীদের বিবেচনায় নেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ২০০৬ সালে কোরিয়ায় বিদেশীদের সংখ্যা ছিল ৫ লক্ষ ৪০ হাজার। এরপর প্রতি বছর এটি ১ লক্ষ ৩০ হাজার করে বৃদ্ধি পেয়েছে। আগের দশকের তুলনায় চলতি দশকে এ সংখ্যা বেড়েছে তিনগুণ।
বসবাসরত বিদেশী নাগরিকদের মধ্যে ৬ লক্ষ ৮ হাজার ১১৬ জন (মোট বিদেশীদের ৩৪.৯ শতাংশ) বিভিন্ন কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত আছেন।
কোরিয়ায় সবচেয়ে বেশী ৬৩.৩ শতাংশ বিদেশীর বাস সিউল ও সংলগ্ন খিওংগি প্রদেশে।
জন্মসূত্রে এসব বিদেশীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ অবস্থানে রয়েছে চীনারা। কোরিয়ায় বসবাসরত বিদেশীদের ৫৪.৭ শতাংশই চীনা বংশোদ্ভূত। এদের ৩৯.৯ শতাংশ আবার কোরিয়ান-চীনা বংশোদ্ভূত। দ্বিতীয় স্থানে থাকা ভিয়েতনামীদের পরিমাণ ১১.৫ শতাংশ। এছাড়া আমেরিকান ও ফিলিপিনো রয়েছে যথাক্রমে ৪.২ ও ৪.১ শতাংশ।