Search
Close this search box.
Search
Close this search box.

মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামী চরমপন্থি সংগঠন আইএসের (ইসলামিক স্টেট) প্রধান ঘাটি রাক্কায় বড় ধরণের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনী। খবর বিবিসির।

একজন মার্কিন মুখপাত্র বলছেন, মোট ১৬টি আক্রমণ চালানো হয় – যার লক্ষ্য হচ্ছে আই এস যেন সিরিয়া এবং ইরাক জুড়ে তাদের যোদ্ধাদের যাতায়াতের মূল কেন্দ্র হিসেবে রাক্কা শহরটি ব্যবহার করতে না পারে।

chardike-ad

141224112151_raqqa_640x360_reuters_nocredit

সিরিয়ায় যত মার্কিন বিমান হামলা চালানো হয়েছে তার মধ্যে এটি অন্যতম বৃহৎ।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামে একটি প্রতিষ্ঠান বলছে, রাক্কার একটি স্কুলের ওপর ড্রোন আঘাত হানলে একটি শিশুসহ পাঁচ জন বেসামরিক লোক ও একজন জন আইএস জঙ্গী নিহত হয়।

এ ছাড়া ইসলামিক স্টেটের দখলে থাকা ইরাকের রামাদি শহরে সরকারি বাহিনীর এক বিমান হামলায় ২৫ জন বেসামরিক লোক নিহত এবং অনেকে আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, একটি ফুটবল স্টেডিয়ামে এ আক্রমণের সময় সেখানে রমজার মাস উপলক্ষ্যে একটি ঐতিহ্যবাহী খেলা চলছিল।

মে মাসে শহরটি ইসলামিক স্টেটের দখলে চলে যাবার পর বাগদাদের সরকার শহর পুনর্দখলের অঙ্গীকার করে।

এখন প্রায় প্রতিদিনই এখানে আক্রমণ চালানো হচ্ছে।