Search
Close this search box.
Search
Close this search box.

skartঅশ্লীলতার অভিযোগ এনে স্কুলে ছাত্রীদের স্কার্ট পরিধানে নিষেধাজ্ঞা আরোপ করলেন ব্রিটেনের এক স্কুলের প্রধান শিক্ষিকা। শিক্ষিকার অভিযোগ, ছাত্রীরা এতোটাই উন্মুক্ত অবস্থায় স্কুলে আসছিল যে ছাত্রদের পাশাপাশি শিক্ষকবৃন্দের মনযোগেও ব্যাঘাত ঘটছে। তাই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।

এমনই সিদ্ধান্ত নিয়েছেন দেশটির ওয়েস্ট মিডল্যান্ডের স্ট্র্যাফোর্ডশায়ারের ট্রেনথ্যাম হাই স্কুলের প্রধান শিক্ষিকা রোয়েনা ব্লেঙ্কো। এখন থেকে ছাত্রীদের ট্রাউজার পরতে হবে। ব্লেঙ্কো জানান, ‘ছাত্রীরা যত বড় হয় তাদের স্কার্ট ততই ছোট হয়। স্কার্টে পা প্রায় ঢাকা পড়ে না বললেই চলে।’ এটা উচিৎ নয় বলে মন্তব্য করেছেন তিনি। কিছু ছাত্রীকে নতুন স্কার্ট কিনে পরে আসতে বলা হয়েছে।

chardike-ad

শিক্ষিকা ব্লেঙ্কো আরো বলেন, ছাত্রীরা ওই স্কার্ট পরে সিড়ি দিয়ে ওঠানামা করে কিংবা ক্লাসে বসে থাকে। তখন শিক্ষক ও স্কুলের পুরুষকর্মীদের মধ্যে অন্যমনস্কতা দেখা দিচ্ছে, যা কখনই কাম্য নয়। এই স্কুল শুধুমাত্র পড়াশোনার উন্নয়নেই জোর দিতে চায় বলে দাবি ওই শিক্ষিকার। তাই এই সিদ্ধান্ত।