চীনের জিনজিয়াংয়ে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এ ভূমিকম্পে দু’জন নিহত হয়েছেন। খবর সিনহুয়া।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ১০মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে) ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জিনজিয়াংয়ে হোটানের পিশান কাউন্টিতে। চীনা আর্থকুয়েক নেটওয়ার্কস সেন্টার জানিয়েছে, এর উৎস ছিল ভূমির ১০ কিলোমিটার গভীরে।
এই ভূমিকম্পে মৃতদের পরিচয় ও ঠিক কীভাবে তারা মারা গেছেন, তাৎক্ষণিকভাবে খবরে তা জানাতে পারেনি সিনহুয়া। পিশানে সরকারি এক ফার্মের কর্মী লি হুয়া জানিয়েছেন, ভূমিকম্পটি প্রচন্ডভাবে অনুভূত হয়েছে।