Search
Close this search box.
Search
Close this search box.

bangladesh-southafricaরমজানের কারণে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলার শুরুর সময় সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে বিসিবি। সাধারণত দেশের মাটিতে ডে-নাইট ম্যাচ দেড়টা কিংবা দুটায় শুরু হলেও, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচগুলো পিছিয়ে নেয়া হয়েছে বেলা আড়াইটায়।

এর আগে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচগুলো শুরু হয়েছিল বিকেল তিনটায়। তবে ১০ জুলাই থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে বেলা আড়াইটায়।

chardike-ad

প্রথম দু`টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। অন্য ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৫ জুলাই থেকে দুই ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। দু`টি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। আর দুই ম্যাচের টেস্ট সিরিজের খেলা শুরু হবে সকাল ১০টায়। প্রথমটি চট্টগ্রামে পরেরটি হবে মিরপুরে।