যুক্তরাষ্ট্রের সব রাজ্যে সমকামীদের মধ্যে বিয়ের বৈধতা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এতদিন আইনতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬টি প্রদেশে সমকামী বিয়ে প্রচলিত ছিল। এ রায়ের ফলে ৫০টি রাজ্যের সব কটিতেই সমলিঙ্গের মানুষের মধ্যে বিয়ের বিষয়টি বৈধতা পেল।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে আমেরিকায় সমকামী বিবাহিতের সংখ্যা ৩ লক্ষ ৯০ হাজার। মার্কিন সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন সেদেশে বসবাসকারী সমকামীরা।
সম্প্রতি আয়ারল্যান্ডে গণভোটের মাধ্যমে সমকামী সম্পর্ক বৈধতা পেয়েছে। আর এবার আমেরিকার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, বিয়ে করার অধিকার রাষ্ট্রের প্রতিটি নাগরিকের রয়েছে। সেই মৌলিক অধিকারের প্রশ্নে বঞ্চিত করা হবে না সমকামীদের।
শীর্ষ আদালতের এই রায়ে দেশবাসীকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, প্রেম তো প্রেমই। এই রায়ে সমানাধিকার পেলেন মার্কিন নাগরিকেরা। আজ আরো একটু বেশি স্বাধীন হলাম আমরা সবাই।