Search
Close this search box.
Search
Close this search box.

anyang mosqueকোরিয়ার অন্যতম প্রাচীন মসজিদ আনিয়াং মসজিদের ইফতার মাহফিল অনুষ্টিত হবে আগামী রবিবার। ইফতার মাহফিলের আগে আলোচনা সভায় সিউলস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকার রহমান উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। আলোচনা সভায় আরো যোগ দিবেন  কোরিয়াস্থ মুসলিম দেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তাগণ, কমিউনিটির নেতৃবৃন্দ।

কোরিয়ার প্রবাস জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলা কঠিন কাজ। তারপরেও হাজার হাজার মুসলমান প্রতিকূলতার মধ্যেও কোরিয়া প্রবাসীরা রোজা পালন করে চলেছেন। কোরিয়ার মসজিদ্গুলো এক্ষেত্রে মুসলমানদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করে আসছে। আনিয়াং মসজিদও তাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুশাসন পালনে সহায়তা, প্রবাস জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। বছরব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্যে অন্যতম বড় একটি আয়োজন ইফতার মাহফিল। কোরিয়ার প্রায় সব প্রদেশ থেকে শত শত বাংলাদেশীসহ বিভিন্ন দেশের মুসলিমরা এই ইফতার মাহফিলে যোগ দেন।

chardike-ad