bangladesh_teamবাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে তার চেয়ে বেশি আত্মবিশ্বাসী ক্রিকেটারকে আগে কখনো দেখা যায়নি। এবার ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখেও সেই আত্মবিশ্বাস দেখালেন সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আসলে জয়ের জন্যই সব সময় মাঠে নামি। আমাদের সব ভাবনাই এই জয় নিয়ে। ভারতের বিপক্ষেও তাই জয় ছাড়া অন্য কিছু মাথায় নিচ্ছি না।’

chardike-ad

তিনি আরো বলেন, ‘একই সময় এটা মনে রাখতে হবে যে, এটা ক্রিকেট। এখানে যেকোনো কিছুই ঘটতে পারে। তবে, নিজেদের সেরা খেলাটা খেললে জয় সম্ভব।’