ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) এর প্রধান মোহন ভগবাত বলেছেন, ভারতের মতো পাকিস্তান ও বাংলাদেশও হিন্দু রাষ্ট্র। পুরো ভারতীয় উপমহাদেশই হিন্দু রাষ্ট্র বলেও মন্তব্য করেন তিনি। শনিবার ইন্ডিয়া টুডের খবরে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার মথুরায় একটি প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ক্ষমতাসীন বিজেপির মিত্র আরএসএসপ্রধান বলেন, ‘এখানে কোনো সন্দেহ থাকা উচিত নয় যে, বাংলাদেশ ও পাকিস্তান হিন্দু রাষ্ট্রের অংশ নয়। এই বিশ্বাস আমাদের হৃদয়ে প্রবলভাবে ধারণ করা প্রয়োজন। আমরা নিজেদের অন্য এলাকায় গিয়ে হিন্দু রাষ্ট্রের দাবি করতে পারি না। কিন্তু এই বিশ্বাস থাকতে হবে, কোনো উপায়েই হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতের নাম বদলানো যাবে না।’