শবে বরাতের জন্য আমরা পরমাণু বোমা বানাইনি৷ নিরাপত্তা ও আত্মরক্ষার খাতিরেই পরমাণু অস্ত্র বানিয়েছে পাকিস্তান৷ এই বক্তব্যের মধ্যে দিয়েই ভারতের বিরুদ্ধে প্রচ্ছন্নে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে রাখলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশারফ৷
পাকিস্তানি টিভি চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে মোশারফ বলেন, ‘‘মুসলিম লিগ নেতা চৌধুরি শুজাত হুসেনের ঢংয়ে বললে বলতে হয়, আমরা কি পরমাণু অস্ত্র সবেবরাতের জন্য সাজিয়ে রেখেছি? আমরা পরমাণু শক্তি ব্যবহার করতে চাই না৷ কিন্তু আমাদের অস্তিত্ব বিপন্ন হলে পরমাণু অস্ত্র গুদামে ভরে রাখার অর্থ কী?’’ ভারত ক্রমাগত পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করতে চাইছে বলেও এদিন অভিযোগ করেন সাবেক সেনাপ্রধান৷ পাকিস্তানে অস্থিরতা সৃষ্টি করাই ভারতের এজেন্ডা বলে দাবি তার৷
মিয়ানমারে জঙ্গিদমনে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের প্রসঙ্গ টেনে বুধবার পাকিস্তানকে হুঁশিয়ারি দেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷ তিনি বলেন, যারা ভারতের নতুন চেহারা দেখে ভীত, সন্ত্রস্ত, তারাই পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছে। উল্লেখ্য, বুধবার ভারতকে হুমকি দিয়ে পাকিস্তান বলেছিল, ‘ভারত যেন এটা মনে রাখে, পাকিস্তান মিয়ানমার নয়! আমাদের নিরাপত্তাবাহিনী যে পরিস্থিতির জবাব দিতে তৈরি।’