পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিছার আলী খান ভারতকে হুশিয়ারী দিয়ে বলেছেন যে, পাকিস্তানে হামলা চালানোর মতো কোনো দিবাস্বপ্ন ভারতের দেখা ঠিক হবে না। কারণ পাকিস্তান মিয়ানমার নয়। বুধবার দেশটির রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ হুশিয়ারী দেন তিনি।
পাকিস্তানে হামলার হুমকি দিয়ে ভারতের এক মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে চৌধুরী নিছার আলী খান বলেন, ভারতের যে কোনো হামলা প্রতিরোধের ক্ষমতা পাকিস্তানের আছে।
ভারতের আধিপত্য ও যুদ্ধের হুমকি পাকিস্তান মেনে নেবে না বলেও হুশিয়ারী দেন তিনি।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান প্রতিবেশি দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণভাবে সহবস্থানে বিশ্বাস করে। কিন্তু এটা পাকিস্তানের দুর্বলতা ভাবা ঠিক হবে না। কারণ পাকিস্তান যে কোনো ধরনের আগ্রাসন ও হুমকি প্রতিরোধে সক্ষম।