মিসরের একটি আদালত শনিবার এক রায়ে বলেছে, গাজাভিত্তিক ইসলামি সংগঠন হামাস সন্ত্রাসী সংগঠন নয়। মিসরে সামরিক অভ্যুত্থানের পর থেকে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করছিল মিসরীয় সরকার। সরকার অবরোধ আরোপ করেও রেখেছিল।
দ্য আর্জেন্ট ম্যাটার্স আপিলস কোর্ট ওই রায় দেয়।
গাজায় হামাসের মুখপাত্র সামি আবু জুহরি আদালতের আদেশকে স্বাগত জানিয়েছে বলেছে, এর ফলে হামাস ও মিসরের মধ্যকার সম্পর্কে ইতিবাচক ফল বয়ে আনবে।
সূত্র : টাইমস অব ইসরাইল।