শীর্ষ ১০ সন্ত্রাসীর তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি! কী সাংঘাতিক!
ইন্টারনেট জায়ান্ট গুগলে ‘টপ ১০ ক্রিমিনালস’ লিখে সার্চ দিলেই অন্য সন্ত্রাসীদের সঙ্গে ভেসে আসছে মোদির ছবি। তাও আবার তালিকার দ্বিতীয় নম্বরে!
এই তালিকায় রয়েছে ওসামা বিন লাদেন, দাউদ ইব্রাহিমের মতো সন্ত্রাসীরা।
এ ধরনের ‘বিভ্রান্তি ও ভুল-বোঝাবুঝি’র জন্য ক্ষমা চেয়েছে গুগল।
গুগলের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, সার্চের এসব ফলাফল আমাদের সমস্যায় ফেলেছে এবং এতে গুগলের মতামত প্রতিফলিত হয় না। কখনো কখনো নির্দিষ্ট কোনো বিষয়ে সার্চ দিলে বিস্ময়কর ফলাফল দেখায়। এতে যে বিভ্রান্তি ও ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এ ধরনের অপ্রত্যাশিত ভুল ফলাফল রোধ করার জন্য আমরা বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছি।’
গুগল জানিয়েছে, ‘টপ ১০ ক্রিমিনালস ইন ইন্ডিয়া’ লিখে অনুসন্ধান করা হলে মোদির ছবি দেখানোর হয় ব্রিটেনের একটি দৈনিক পত্রিকার জন্য। এই শিরোনামে ছাপানো একটি খবরে মোদির ছবি রয়েছে।
গুগল আরো জানিয়েছে, সন্ত্রাস নিয়ন্ত্রণ বিষয়ে অসংখ্য খবরে মোদির ছবি থাকায় সার্চ দিলে তার ছবি দেখা যায়। কিন্তু সংশ্লিষ্ট খবরে মোদিকে সন্ত্রাসী বলা হয়নি। সন্ত্রাসবিষয়ক ইস্যুতে তিনি কথা বলায় এবং খবরে তার ছবি ব্যবহৃত হওয়ায় এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।