বাসের ধাক্কায় আহত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অনুশীলনে অংশ নিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসার পথে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রিকশায় চড়ে মিরপুর স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন মাশরাফি। এ সময় পেছন থেকে একটি বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে যান তিনি। রাস্তায় পড়ে গিয়ে দুই হাতের চামড়া ওঠে গেছে দেশ সেরা এই পেসারের। স্টেডিয়ামে এসে এ কথা জানিয়েছেন মাশরাফি নিজেই।
তবে আঘাত গুরুতর নয়। এতে করে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক।
জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘রিকশা থেকে পড়ে গিয়ে হাত ও পায়ের বেশ কিছু জায়গায় ছিলে গেছে মাশরাফির। তবে তাঁর চোট খুব বেশি গুরুতর নয়। ওয়ানডে সিরিজ শুরু হতে এখনো বেশ কিছু দিন বাকি আছে। আশা করি তার আগেই সে সম্পূর্ণ সেরে উঠবে।’
বাংলাদেশ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ১৮, ২১ ও ২৪ জুন। তিনটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।