Search
Close this search box.
Search
Close this search box.

facebookফেসবুক পেজে নিজের ছবিতে লাইক দিয়ে জেল যাবার ঘটনা অদ্ভুতই বটে। তবে যে লাইক দিয়েছে সে যদি অপরাধী হয় তাহলে এতে চমকের কিছু থাকে না। চুরি-চামারি, চেক জালিয়াতির কারণে আগে থেকেই পুলিশের মোস্ট ওয়ান্টেডের তালিকায় অনেকদিন ধরেই নাম ছিলো তার। কিন্ত কোনোভাবেই তাকে যখন ধরা যাচ্ছিলো না, তখন অবশেষে নিজের বোকামির কারণেই শ্রীঘরে যেতে হলো তাকে।

বলছি ২৩ বছর বয়সি লেভি চার্লিস রিয়ারডনের কথা। যুক্তরাষ্ট্রের মন্টানার এই বাসিন্দার বিরুদ্ধে গত জানুয়ারিতে ওয়ালেট চুরি সহ চেক জালিয়াতির অভিযোগে করা হয়েছিলো।কিন্ত কোনোভাবেই তাকে ধরা যাচ্ছিলো না।

chardike-ad

অবশেষে কাসকেড কাউন্টি কর্তৃপক্ষ তাদের ‘অপরাধ থামাও’ নামক ফেসবুক পেজে মোস্ট ওয়ান্টেড হিসেবে রিয়ারডনের ছবি পোস্ট করে দেয়।

ফেসবুকে নিজের ছবিতে নিশ্চয়ই লাইক দেয়ার লোভ সামলাতে পারেননি তিনি। কিন্ত তার এই লাইকই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। কর্তৃপক্ষ তার লাইকের স্ক্রীনশট নেন। পরবর্তীতে সেই সূত্র ধরে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সূত্রঃ দেশেবিদেশে