ভারতের অমৃতসরে মানুষের গর্ভে জন্ম নিল প্লাস্টিক শিশু। বিরল এই ঘটনা ঘটেছে গুরু নানক মেডিকাল কলেজ হাসপাতালে। মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শিশুটির ত্বক দেখলে মনে হবে রাবারের পুতুল। বিরল এই প্লাস্টিক শিশুই এখন অমৃতসরের হাসপাতালে আকর্ষণের কেন্দ্রবিন্দু।
চিকিৎসকরা জানিয়েছেন, ‘শিশুটিকে স্পর্শ করতেই সে কেঁদে ওঠে। শিশুটির মুখ অনেকটা মাছের মতো আর ঠোঁটদুটো টুকটুকে লাল।’
চিকিৎসকরা বলেন, ৬ লাখ নবজাতকের মধ্যে একজন প্লাস্টিক শিশু জন্ম নেয়। ডাক্তারি পরিভাষায় যার নাম ‘কলোডিয়ান বেবি’। জিনগত সমস্যার জন্যই এধরনের শিশু জন্মায়।
অনেকক্ষেত্রেই দেখা গেছে, প্লাস্টিক শিশুদের জীবন বিপন্ন করে তোলে তাদের ত্বক। রাবারের মতো এই ত্বকে সংক্রমণের প্রবণতা থাকে অত্যন্ত বেশি।
এই ত্বক খসে পড়ার প্রক্রিয়া অত্যন্ত যন্ত্রনাদায়ক। জন্মের পর কলোডিওন বেবিদের চামড়ায় ফাটল দেখা দেয়। ১৫ থেকে ৩০ দিনের মধ্যে তা নিজ থেকেই খসে পড়ে, যে কারনে শিশুটির মৃত্যুও হতে পারে।