রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বেলা ১ টা ৮ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল চীনের ঝাম অঞ্চল। এর মাত্রা ছিলো ৭.৪। ভুমিকম্পের গভীরতা ছিলো ১৮.৫ কিলোমিটার।
বাংলাদেশ ছাড়াও ভারতের উত্তরাঞ্চলে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। তবে প্রাথমিক ভাবে কোনো ক্ষক্ষতির পরিমাণ জানা যায়নি।
ভূমিকম্পনের সময় রাজধানীর ঢাকায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় তারা রাস্তায় নেমে আসেন।
বিজয় নগর এলাকার ১০ তলা ভবনের বাসিন্দা গৃহবধূ কামরুন্নেছা বলেন, ‘তিনি আতঙ্কে ছেলে নিয়ে রাস্তায় নেমে এসেছেন।’