পাকিস্তান সিরিজ শেষ হতে না হতেই আগামি ৭ জুন ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার রাতে এই সফর সূচি নিশ্চিত করেছে।
বিসিবি জানায়, ১০ থেকে ১৪ জুন ঢাকার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে একমাত্র টেস্টটি খেলতে মাঠে নামবে দুই দল। আর ১৮, ২১ ও ২৪ জুন তিনটি ওয়ানডে হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তিনটি ওয়ানডেই হবে দিবা-রাত্রির।
প্রতিটি ওয়ানডের পরের দিন ‘রিজার্ভ ডে’ হিসেবে রাখা হয়েছে বলে বিসিবি সুত্রে থেকে জানা গেছে। ২০ দিনের সফর শেষে ২৬ জুন দেশে ফিরে যাবে ভারতীয় ক্রিকেট দল।