ইতালির উপকূল রক্ষীরা কয়েকটি নৌকা থেকে সাড়ে তিন হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে। সমুদ্র পাড়ি দিয়ে তারা আফ্রিকা থেকে ইউরোপের দিকে যাচ্ছিল।
কর্তৃপক্ষ বলছে, গত ২৪ ঘণ্টায় ১৭টি অভিযানে এদেরকে উদ্ধার করা হয়েছে। শনিবার থেকে শুরু করে রোববার সকাল পর্যন্ত মোট ৩,৭০০ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর অবৈধ এসব অভিবাসীকে ইতালির বিভিন্ন বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।
কর্মকর্তারা বলছে, সমুদ্র শান্ত থাকার কারণে ও ভালো আবহাওয়ায় হওয়ায় মানব পাচারকারীরা এর সুযোগ নিচ্ছে।
গত মাসে এরকম একটি নৌকা ডুবে গিয়ে আটশোরও বেশি মানুষের মৃত্যু হয়। তারপরই এই সঙ্কট মোকাবেলার উপায় খুঁজতে বৈঠকে বসেছিলো ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এসময় তারা সমুদ্রে তল্লাশির কাজ আরো জোরদার করতে এজন্যে বর্তমানের তুলনায় তিনগুণ অর্থ সাহায্য দিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন।
পাচারকারীরা ব্যবহার করতে পারে এরকম নৌকা ধ্বংস করে ফেলারও সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এবছর ১,৭৫০ জন নিহত হয়েছে।
সূত্র : বিবিসি।