law

ফেসবুকে হযরত মুহাম্মদ (স:) এর নামে আপত্তিকর মন্তব্য প্রচার করার অপরাধে করা মামলায় মিহির রঞ্জন রায় ওরফে প্রিন্স রায় নামে এক আসামিকে জেল হাজতে পাঠিয়েছেন ট্রাইবুনাল।

chardike-ad

বুধবার সাইবার ট্রাইব্যুনাল বাংলাদেশের বিচারক কে এম শামসুল আলম আত্মসমর্পনকারী ওই আসামির জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম শামীম বাংলামেইলকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০১৩ সালের ৫ অক্টবর এ আসামি নবীজী’র সম্পর্কে বিভিন্ন আপত্তিকর মন্তব্য ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেয় এবং এই অপরাধে তার বিরুদ্ধে এই মামলাটি করা হয় ।

এর আগে সুনামগঞ্জে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিন পেলেও সাইবার ট্রাইবুনালে এসে আত্মসমর্পন করলে বিচারক মিহির রঞ্জনের জামিন নাকচ করে হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।