রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্গত সিদ্ধেশ্বরী গালর্স কলেজ সকাল থেকেই জালভোট দেয়ার মহড়া চলছে বলে জানা গেছে।
সকাল ৮টায় ভোটগ্রহণে শুরুর কয়েক মিনিটের মধ্যেই কয়েকটি কেন্দ্রের ব্যালট বাক্স ভরে যায়। এ সময় একটি ব্যালটের বইয়ে দেখা যায় সেখান থেকে অনকেগুলো ব্যালট পেপার কাটা হয়েছে। তবে সবগুলোই নাম ঠিকানা ছাড়া।
এ বিষয়ে ভোটগ্রহণে দায়িত্বরত সহকারী প্রিজাইডিং অফিসার ওই কর্মকর্তা যমুনা টেলিভিশনের রিপোর্টারকে নিজের অসহায়ত্বের কথা জানিয়ে বলেন,সবইতো দেখলেন। এখন জানটা নিয়ে চলে যেতে পারলেই বাঁচি।
তিনি বলেন, সকালে এসেই দেখি ব্যালট বাক্স ভরা।